মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৪৫
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৪৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন কোন ব্যক্তিকে অভিনন্দন জানাইতেন, যখন সে বিবাহ করিত—বলিতেন, “আল্লাহ্ তোমাকে বরকত দিক্, তোমাদের উভয়ের প্রতি বরকত নাযিল করুক এবং তোমাদিগকে কল্যাণের সাথে একত্র রাখুক।” – আহমদ, তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ: «بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكُمَا وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ» رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৪৪৫ | মুসলিম বাংলা