মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৩৮
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৩৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আমি সফর করার ইচ্ছা রাখি, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বলিলেনঃ তুমি সর্বদা আল্লাহর ভয় মনে রাখিবে এবং প্রত্যেক উঁচু জায়গায় তকবীর বলিবে। সে যখন ফিরিয়া চলিল, হুযূর বলিলেন, “আল্লাহ্, তুমি তাহার সফরের দূরত্ব কমাইয়া দাও এবং তাহার প্রতি সফর সহজ কর!” – তিরমিযী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: إِنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أُسَافِرَ فَأَوْصِنِي قَالَ: «عَلَيْكَ بِتَقْوَى اللَّهِ وَالتَّكْبِيرِ عَلَى كل شرف» . قَالَ: فَلَمَّا وَلَّى الرَّجُلُ قَالَ: «اللَّهُمَّ اطْوِ لَهُ الْبعد وهون عَلَيْهِ السّفر» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৪৩৮ | মুসলিম বাংলা