মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৩৪
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৩৪। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা তাঁহার নিকট সওয়ার হওয়ার জন্য একটি সওয়ারীর পশু আনা হইল। তিনি যখন রেকাবে পা রাখিলেন, বলিলেন, ‘বিসমিল্লাহ্', যখন উহার পিঠে সওয়ার হইলেন, বলিলেন, 'আল্লাহর প্রশংসা।' অতঃপর বলিলেন, “প্রশংসা আল্লাহর যিনি ইহাকে আমাদের কবলে করিয়া দিয়াছেন, অথচ আমরা ইহাকে কবলে করিতে পারিতাম না এবং আমরা আমাদের রবের দিকে ফিরিতেছি।” (কোরআন) অতঃপর তিনবার বলিলেন, 'আলহামদু লিল্লাহ্' এবং তিনবার 'আল্লাহু আকবর।' তৎপর বলিলেন, “তোমার পবিত্রতা, আমি আমার প্রতি জুলুম করিয়াছি, তুমি আমাকে মাফ কর। কেননা, তুমি ব্যতীত কেহ অপরাধ মাফ করিতে পারে না।” অতঃপর তিনি হাসিয়া দিলেন। তাহাকে জিজ্ঞাসা করা হইল, কি কারণে হাসিলেন হে আমিরুল মু'মিনীন! তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দেখিয়াছি, আমি যেরূপ করিলাম তিনি ঐরূপ করিলেন, অতঃপর হাসিলেন। তখন আমি তাঁহাকে জিজ্ঞাসা করিলাম, কি কারণে হাসিলেন, ইয়া রাসূলাল্লাহ্! তিনি বলিলেন, আল্লাহ্ তাঁহার বান্দার প্রতি খুশী হন যখন সে বলে, “আল্লাহ্ আমার অপরাধসমূহ ক্ষমা কর।” –আল্লাহ্ বলেনঃ সে বিশ্বাস করে যে, আমি ছাড়া অপরাধ ক্ষমা করার কেহ নাই। – আহমদ, তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ عَلِيٍّ: أَنَّهُ أُتِيَ بِدَابَّةٍ لِيَرْكَبَهَا فَلَمَّا وضَعَ رِجْلَه فِي الركابِ قَالَ: بسمِ اللَّهِ فَلَمَّا اسْتَوَى عَلَى ظَهْرِهَا قَالَ: الْحَمْدُ لِلَّهِ ثُمَّ قَالَ: (سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبنَا لمنُقلِبون)

ثُمَّ قَالَ: الْحَمْدُ لِلَّهِ ثَلَاثًا وَاللَّهُ أَكْبَرُ ثَلَاثًا سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ ثُمَّ ضَحِكَ فَقِيلَ: مِنْ أَيِّ شَيْءٍ ضَحِكْتَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ كَمَا صَنَعْتُ ثُمَّ ضَحِكَ فَقُلْتُ: مِنْ أَيِّ شَيْءٍ ضَحِكْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: إِنَّ رَبَّكَ لَيَعْجَبُ مِنْ عَبْدِهِ إِذَا قَالَ: رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي يَقُولُ: يَعْلَمُ أَنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ غَيْرِي رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৪৩৪ | মুসলিম বাংলা