মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৩২
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৩২। হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) এক ব্যক্তিকে দো'আ করিতে এবং এই বলিতে শুনিলেন, “আল্লাহ্! আমি তোমার নিকট চাহি পূর্ণ নেয়ামত।” হুযূর বলিলেনঃ পূর্ণ নেয়ামত কি? সে বলিল হুযূর। এই দো'আ দ্বারা আমি মাল লাভ করিবার আশা রাখি। হুযুর বলিলেন, পূর্ণ নেয়ামত তো হইল বেহেশতে প্রবেশ ও দোযখ হইতে মুক্তি লাভ করা। (দুনিয়া লাভ করা নহে।) তিনি অপর এক ব্যক্তিকে বলিতে শুনিলেন— 'ইয়া জালজালালি ওয়াল ইকরাম’– “হে মহত্ত্ব ও সম্মানের অধিকারী আল্লাহ্” ! তখন তিনি বলিলেন, তোমার প্রার্থনা কবুল করা হইবে, তুমি প্রার্থনা কর। নবী করীম (ﷺ) আরেক ব্যক্তিকে শুনিলেন সে বলিতেছে, “আল্লাহ্! তোমার নিকট আমি সবর চাহি।” তিনি বলিলেন, তুমি তো আল্লাহর নিকট বিপদ চাহিলে। তুমি তাঁহার নিকট কুশল কামনা কর। – তিরমিযী
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: سَمِعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو يَقُولُ: اللهُمَّ إِني أسألكَ تمامَ النعمةِ فَقَالَ: «أيُّ شَيْءٍ تَمَامُ النِّعْمَةِ؟» قَالَ: دَعْوَةٌ أَرْجُو بِهَا خَيْرًا فَقَالَ: «إِنَّ مِنْ تَمَامِ النِّعْمَةِ دُخُولَ الْجَنَّةِ وَالْفَوْزَ مِنَ النَّارِ» . وَسَمِعَ رَجُلًا يَقُولُ: يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ فَقَالَ: «قَدِ اسْتُجِيبَ لَكَ فَسَلْ» . وَسَمِعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا وَهُوَ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصَّبْرَ فَقَالَ: «سَأَلْتَ اللَّهَ الْبَلَاءَ فَاسْأَلْهُ الْعَافِيَةَ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

‘বিপদ চাহিলে' – কেননা, বিপদ আসিলেই সবর বা ধৈর্যের আবশ্যক হয়। এ জন্যই বলা হইয়াছে যে, কোরআন-হাদীসের দো'আ দ্বারা দো'আ করাই উত্তম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৪৩২ | মুসলিম বাংলা