মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪২৩
- যাবতীয় দোয়া-যিক্‌র
৫. প্রথম অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪২৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্। গত রাতে বৃশ্চিকের দংশনে আমি কষ্ট পাইয়াছি। হুযূর (ছাঃ) বলিলেন: যদি তুমি সন্ধ্যায় উপনীত হইয়া বলিতে, "আমি আল্লাহর পূর্ণ বাক্যের শরণ লইতেছি, তিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার মন্দ হইতে।" — তবে তোমাকে উহা কষ্ট দিতে পারিত না। -মুসলিম
كتاب الدعوات
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا لَقِيتُ مِنْ عَقْرَبٍ لَدَغَتْنِي الْبَارِحَةَ قَالَ: أَمَا لَوْ قُلْتَ حِينَ أَمْسَيْتَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خلق لم تَضُرك . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান