মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪২০
৫. প্রথম অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪২০। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বাহির হইবার কালে যখন উটের উপর স্থির হইয়া বসিতেন, তিনবার আল্লাহ আকবর বলিতেন; অতঃপর বলিতেন, "আল্লাহর প্রশংসা যিনি ইহাকে আমাদের অধীন করিয়াছেন, অথচ আমরা ইহাকে অধীন করিতে পারিতাম না এবং আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী। আল্লাহ্! আমরা আমাদের এই সফরে তোমার নিকট পুণ্য ও সংযম চাহি এবং এমন কর্ম যাহা তুমি পছন্দ কর। আল্লাহ্, তুমি আমাদের প্রতি আমাদের এই সফরকে সহজ কর এবং ইহার দূরত্ব কমাইয়া দাও। আল্লাহ, তুমিই সফরে আমাদের সঙ্গী এবং পরিবার ও মাল সম্পদে আমাদের প্রতিনিধি। আল্লাহ, আমি তোমার নিকট পানাহ চাহি সফরের কষ্ট, মন্দ দৃশ্য ও ধনে-জনে অশুভ পরিবর্তন হইতে।" এবং যখন তিনি প্রত্যাবর্তন করিতেন তখনও উহা বলিতেন এবং উহাতে অধিক বলিতেন: "আমরা প্রত্যাবর্তন করিলাম তওবাকারী, এবাদতকারী এবং আমাদের পরওয়ারদেগারের প্রশংসাকারীরূপে। " — মুসলিম
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اسْتَوَى عَلَى بَعِيرِهِ خَارِجًا إِلَى السَّفَرِ كَبَّرَ ثَلَاثًا ثُمَّ قَالَ: (سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ)

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ لَنَا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ وَالْمَالِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ والأهلِ . وإِذا رجعَ قالَهنَّ وزادَ فيهِنَّ: «آيِبُونَ تائِبُونَ عابِدُونَ لربِّنا حامدون» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৪২০ | মুসলিম বাংলা