মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪১৮
- যাবতীয় দোয়া-যিক্র
৫. প্রথম অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪১৮। হযরত সুলাইমান ইবনে সুরাদ (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুই ব্যক্তি একে অন্যকে মন্দ বলিতে লাগিল—তখন আমরা তাহার নিকট বসা। ইহাদের মধ্যে এক ব্যক্তি তাহার সহচরকে মন্দ বলিতেছিল খুব রাগান্বিত অবস্থায়, যাহাতে তাহার চেহারা লাল হইয়া গিয়াছিল। তখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন : আমি এমন একটি বাক্য জানি, যদি সে ইহা বলে তাহার রাগ চলিয়া যাইবে, তাহা এই, “আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজীম"–"আমি আল্লাহর নিকট পানাহ্ চাহি বিতাড়িত শয়তান হইতে।” তখন সাহাবীগণ লোকটিকে বলিলেন, তুমি কি শুনিতেছ না—নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলিতেছেন ? সে বলিল, আমি ভূতগ্রস্ত নহি। — মোত্তাঃ
كتاب الدعوات
وَعَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدَ قَالَ: اسْتَبَّ رَجُلَانِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ عِنْدَهُ جُلُوسٌ وَأَحَدُهُمَا يَسُبُّ صَاحِبَهُ مُغْضَبًا قَدِ احْمَرَّ وَجْهُهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ عَنْهُ مَا يَجِدُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ» . فَقَالُوا لِلرَّجُلِ: لَا تَسْمَعُ مَا يَقُولُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: إِنِّي لستُ بمجنون
হাদীসের ব্যাখ্যা:
‘আমি ভূতগ্রস্ত নহি'– লোকটি ভাবিয়াছিল, শয়তান বা ভূত তাড়াইবার জন্যই ইহা পড়া হয়। সম্ভবতঃ নূতন মুসলমান হওয়ার কারণেই সে এইরূপ ভাবিয়াছিল।