মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪১৫
৪. তৃতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৪১৫। হযরত আব্দুর রহমান ইবনে আবযা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ভোরে উঠিয়া বলিতেন, “আমরা ভোরে উঠিলাম ইসলামের ফেতরাত সহকারে, কালেমায়ে তওহীদ সহকারে, আমাদের নবী মুহাম্মাদ (ﷺ)-এর দ্বীনের উপর এবং ইবরাহীম হানীফের মিল্লাতের উপর — তিনি মুশরিকদের অন্তর্গত ছিলেন না।” –আহমদ ও দারেমী
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا أَصْبَحَ: «أَصْبَحْنَا عَلَى فِطْرَةِ الْإِسْلَامِ وَكَلِمَةِ الْإِخْلَاصِ وَعَلَى دِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى مِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ» . رَوَاهُ أَحْمَدُ وَالدَّارِمِيُّ
হাদীসের ব্যাখ্যা:
‘ফেতরাত’—অর্থ, সত্য কবুল করার বৃত্তি বা ক্ষমতা। সত্য অর্থে ইসলামকেই বুঝায়। ‘মুহাম্মদের দ্বীনের উপর' – উম্মতীদের শিক্ষার জন্য এইরূপ বলিয়াছেন, অথবা নিজের নবুওতে নিজে বিশ্বাস করারও নিয়ম রহিয়াছে তাই। 'ইবরাহীমের মিল্লাতের উপর – হযরত ইবরাহীম (আঃ) ছিলেন হুযুরের তথা সমগ্র আরব জাতির পূর্বপুরুষ। হুযুরের দ্বীন আসলে ইবরাহীমের দ্বীনেরই পূর্ণ সংস্করণ। 'হানীফ’—যিনি সমস্ত বাতিল মতবাদ ও বাতিল মা'বূদ হইতে বিমুখ হইয়া আল্লাহর দিকে মুখ ফিরান।
