মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪১৩
৪. তৃতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৪১৩। (তাবেয়ী) আব্দুর রহমান ইবনে আবু বাকরা (রঃ) বলেন, আমি আমার বাপজানকে বলিলাম, বাপজান! আপনাকে প্রত্যেক সকালে বলিতে শুনি, “আল্লাহ্! আমাকে কুশলে রাখ আমার শরীরগতভাবে; আল্লাহ্, আমাকে কুশলে রাখ আমার শ্রবণ ইন্দ্রিয়ে; আল্লাহ, আমাকে কুশলে রাখ আমার দৃষ্টিশক্তিতে, তুমি ব্যতীত কোন মা'বূদ নাই”—ইহা সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার বলেন। তখন তিনি বলিলেন, বাবা! আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এই বাক্যগুলির দ্বারা দোআ করিতে শুনিয়াছি। সুতরাং আমি তাঁহার নিয়ম পালন করাকে ভালবাসি। —আবু দাউদ
وَعَنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ قَالَ: قُلْتُ لِأَبِي: يَا أَبَتِ أَسْمَعُكَ تَقُولُ كُلَّ غَدَاةٍ: «اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ» تُكَرِّرُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ وَثَلَاثًا حِين تمسي فَقَالَ: يَا بُنَيَّ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ فَأَنَا أُحِبُّ أَنْ أستن بسننه. رَوَاهُ أَبُو دَاوُد
