মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৮৭
৪. প্রথম অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৩৮৭। হযরত আলী (রাঃ) বলেন, একদা ফাতেমা চাকি পিষিতে তাহার হাতে যে কষ্ট হয়, তাহার অভিযোগ করার জন্য নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। তিনি সংবাদ পাইয়াছিলেন যে, হুযুরের নিকট যুদ্ধবন্দী গোলামদল আসিয়াছে কিন্তু তিনি হুযুরের সাক্ষাৎ পাইলেন না, অতএব, হযরত আয়েশার নিকট উহার উল্লেখ করিলেন। অতঃপর হুযূর যখন আসিলেন, আয়েশা তাহাকে এ সংবাদ দিলেন। আলী বলেন, সংবাদ পাইয়া হুযূর আমাদের নিকট আসিলেন, তখন আমরা শয্যাগ্রহণ করিয়াছি। আমরা উঠিতে উদ্যত হইলাম। তিনি বলিলেন: তোমরা নিজ নিজ জায়গায় থাক। অতঃপর তিনি আমার ও তাহার মধ্যখানে আসিয়া বসিলেন, যাহাতে আমি তাহার পা মোবারকের শীতলতা আমার পেটে অনুভব করিতে লাগিলাম। এ সময় তিনি বলিলেন, আমি কি সন্ধান দিব না তোমাদিগকে তোমরা যাহা চাহিয়াছ তাহা অপেক্ষা উত্তম জিনিসের যখন তোমরা তোমাদের শয্যা গ্রহণ করিবে, ৩৩ বার বলিবে 'সুবহানাল্লাহ্' ৩৩ বার বলিবে 'আলহামদু লিল্লাহ্ এবং ৩৪ বার বলিবে 'আল্লাহু আকবর'; ইহা তোমাদের পক্ষে চাকর অপেক্ষা উত্তম হইবে। মোত্তাঃ
وَعَن عَليّ: أَن فَاطِمَة أَنْت النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشْكُو إِلَيْهِ مَا تَلْقَى فِي يَدِهَا مِنَ الرَّحَى وَبَلَغَهَا أَنَّهُ جَاءَهُ رَقِيقٌ فَلَمْ تُصَادِفْهُ فَذَكَرَتْ ذَلِكَ لِعَائِشَةَ فَلَمَّا جَاءَ أَخْبَرَتْهُ عَائِشَةُ قَالَ: فَجَاءَنَا وَقَدْ أَخَذْنَا مَضَاجِعَنَا فَذَهَبْنَا نَقُومُ فَقَالَ: عَلَى مَكَانِكُمَا فَجَاءَ فَقَعَدَ بَيْنِي وَبَيْنَهَا حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمِهِ عَلَى بَطْنِي فَقَالَ: «أَلَا أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَا؟ إِذَا أَخَذْتُمَا مَضْجَعَكُمَا فَسَبِّحَا ثَلَاثًا وَثَلَاثِينَ وَاحْمَدَا ثَلَاثًا وَثَلَاثِينَ وَكَبِّرَا ثَلَاثًا وَثَلَاثِينَ فَهُوَ خير لَكمَا من خَادِم»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩৮৭ | মুসলিম বাংলা