মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৭৩
৩. প্রথম অনুচ্ছেদ - আল্লাহ তাআলার রহমতের ব্যাপকতা
২৩৭৩। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যখন বান্দা ইসলাম গ্রহণ করে আর তাহার ইসলাম খাঁটি হয়, আল্লাহ্ উহা দ্বারা তাহার প্রায়শ্চিত্ত করিয়া দেন, সে পূর্বে যাহা অপরাধ করিয়াছে। অতঃপর তাহার সৎ কাজ হয় অসৎ কাজের বিনিময় — সৎ কাজ উহার দশ গুণ হইতে সাতশত গুণ বরং বহুগুণ - পর্যন্ত লেখা হয় ; আর অসৎ কাজ উহার এক গুণমাত্র—তবে আল্লাহ্ যাহাকে উহা ছাড়িয়া দেন (তাহার এক গুণের শাস্তিও হইবে না )। -বুখারী
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَسْلَمَ الْعَبْدُ فَحَسُنَ إِسْلَامُهُ يُكَفِّرُ اللَّهُ عَنْهُ كُلَّ سَيِّئَةٍ كَانَ زَلَفَهَا وَكَانَ بَعْدَ الْقِصَاصِ: الْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ وَالسَّيِّئَةُ بِمِثْلِهَا إِلَّا أَنْ يَتَجَاوَزَ اللَّهُ عَنْهَا . رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩৭৩ | মুসলিম বাংলা