মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৭৩
- যাবতীয় দোয়া-যিক্‌র
৩. প্রথম অনুচ্ছেদ - আল্লাহ তাআলার রহমতের ব্যাপকতা
২৩৭৩। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যখন বান্দা ইসলাম গ্রহণ করে আর তাহার ইসলাম খাঁটি হয়, আল্লাহ্ উহা দ্বারা তাহার প্রায়শ্চিত্ত করিয়া দেন, সে পূর্বে যাহা অপরাধ করিয়াছে। অতঃপর তাহার সৎ কাজ হয় অসৎ কাজের বিনিময় — সৎ কাজ উহার দশ গুণ হইতে সাতশত গুণ বরং বহুগুণ - পর্যন্ত লেখা হয় ; আর অসৎ কাজ উহার এক গুণমাত্র—তবে আল্লাহ্ যাহাকে উহা ছাড়িয়া দেন (তাহার এক গুণের শাস্তিও হইবে না )। -বুখারী
كتاب الدعوات
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا أَسْلَمَ الْعَبْدُ فَحَسُنَ إِسْلَامُهُ يُكَفِّرُ اللَّهُ عَنْهُ كُلَّ سَيِّئَةٍ كَانَ زَلَفَهَا وَكَانَ بَعْدَ الْقِصَاصِ: الْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ وَالسَّيِّئَةُ بِمِثْلِهَا إِلَّا أَنْ يَتَجَاوَزَ اللَّهُ عَنْهَا . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

ঈমান গ্রহণকারীর ইসলামপূর্ব জিন্দেগীর গুনাহ মাফ হওয়ার জন্য একটা শর্ত আরোপ করা হয়েছে। ইসলামের শুধু মৌখিক ঘোষণাই যথেষ্ট নয়, বরং 'কলেমা "লা-ইলাহা ইল্লাল্লাহ"-কে বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। জীবনের প্রত্যেক স্তরে আল্লাহর আনুগত্য করতে হবে। যদি কোন ব্যক্তি শুধুমাত্র কলেমা উচ্চারণ করে এবং নিজের জীবনকে ইসলাম এর রং-এ রঞ্জিত না করে। তবে এটাই প্রমাণিত হয় যে, সে আন্তরিকতার সাথে ইসলাম কবুল করেনি বা ইসলামের হুকুম-আহকাম পালন করতে কোনরূপ ত্যাগ স্বীকারে প্রস্তুত নয়, ঈমান গ্রহণ করার পর যদি জীবনে কোনরূপ পরিবর্তন সূচীত না হয় এবং পূর্বের মন্দ অভ্যাস ত্যাগ করা না যায়, তাহলে পূর্ববর্তী গুনাহ মাফ হওয়ার প্রশ্নই ওঠে না। সংক্ষিপ্তভাবে একথা বলা যেতে পারে যে, পূর্ববর্তী গুনাহ মাফ হওয়ার জন্য আন্তরিকতার সাথে ঈমান আনতে হবে এবং বাস্তব জীবনের ইসলামের হুকুম আহকাম পালন করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান