মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৭১
৩. প্রথম অনুচ্ছেদ - আল্লাহ তাআলার রহমতের ব্যাপকতা
২৩৭১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমাদের কাহাকেও তাহার আমল মুক্তি দিতে পারিবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, আপনাকেও নহে ইয়া রাসূলাল্লাহ্? তিনি বলিলেন, আমাকেও নহে—অবশ্য যদি আল্লাহ নিজ রহমত দ্বারা আমাকে ঢাকিয়া লন। তবে তোমরা ঠিকভাবে কাজ করিতে থাকিবে ও মধ্যমপন্থায় থাকিবে এবং সকাল, সন্ধ্যায় ও রাতে কিছু কাজ করিবে। সাবধান! তোমরা মধ্যমপন্থা এখতিয়ার করিবে, মধ্যমপন্থা এখতিয়ার করিবে—তাহাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছিবে। —মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَنْ يُنْجِيَ أَحَدًا مِنْكُمْ عَمَلُهُ» قَالُوا: وَلَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَلَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ مِنْهُ بِرَحْمَتِهِ فَسَدِّدُوا وَقَارِبُوا واغْدُوا وروحوا وشيءٌ من الدُّلْجَةِ والقَصدَ القصدَ تبلغوا»

হাদীসের ব্যাখ্যা:

'তবে তোমরা ঠিকভাবে কাজ করিতে থাকিবে' – অর্থাৎ, আমল মুক্তি দিবে না ভাবিয়া আমল ছাড়িয়া দিবে না। কেননা, উহার জন্য আল্লাহর নির্দেশ রহিয়াছে এবং উহা আল্লাহর রহমত আকর্ষণের কারণ। আর আমলের জন্য জানও ক্ষেপাইবে না। কেননা, আমলই মুক্তি দিবে না। এক কথায়, উভয় চরম পন্থা ছাড়িয়া মধ্যমপন্থা এখতিয়ার করিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩৭১ | মুসলিম বাংলা