মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩৬৯
৩. প্রথম অনুচ্ছেদ - আল্লাহ তাআলার রহমতের ব্যাপকতা
২৩৬৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এক ব্যক্তি, যে কখনও কোন ভাল কাজ করে নাই, আপন পরিজনকে বলিল, অপর বর্ণনায় আছে, এক ব্যক্তি নিজের প্রতি অবিচার করিল; কিন্তু যখন তাহার মৃত্যু উপস্থিত হইল, আপন সন্তানদেরে ওসিয়ত করিল, যখন সে মরিয়া যাইবে, তখন তাহাকে যেন পুড়িয়া ফেলা হয়, অতঃপর উহার আধা ভাগ ডাঙ্গায় আর আধা সমুদ্রে ছিটাইয়া দেওয়া হয়। খোদার কসম। যদি তিনি তাহাকে ধরিতে সক্ষম হন, তবে এমন শাস্তি দিবেন যাহা জগতের কাহাকেও কখনও দেন নাই। যখন সে মরিয়া গেল, তাহারা তাহার নির্দেশ অনুসারেই কাজ করিল। অতঃপর আল্লাহ্ সমুদ্রকে হুকুম দিলেন, সমুদ্র তাহার মধ্যে যাহা ছিল তাহা একত্র করিয়া দিল। এভাবে ডাঙ্গাকে হুকুম দিলেন, ভাঙ্গা তাহার মধ্যে যাহা ছিল তাহা একত্র করিয়া দিল। অতঃপর আল্লাহ্ তাহাকে জিজ্ঞাসা করিলেন, কেন তুমি এইরূপ করিয়াছিলে? সে বলিল, তোমার ভয়ে প্রভু তুমি তাহা জান। ইহাতে আল্লাহ্ তাহাকে ক্ষমা করিয়া দিলেন। মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: قَالَ رَجُلٌ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ لِأَهْلِهِ وَفِي رِوَايَةٍ أَسْرَفَ رَجُلٌ عَلَى نَفْسِهِ فَلَمَّا حَضَرَهُ الْمَوْتُ أَوْصَى بَنِيهِ إِذَا مَاتَ فَحَرِّقُوهُ ثُمَّ اذْرُوا نِصْفَهُ فِي الْبَرِّ وَنِصْفَهُ فِي الْبَحْرِ فو الله لَئِنْ قَدَرَ اللَّهُ عَلَيْهِ لَيُعَذِّبَنَّهُ عَذَابًا لَا يُعَذِّبُهُ أَحَدًا مِنَ الْعَالَمِينَ فَلَمَّا مَاتَ فَعَلُوا مَا أَمَرَهُمْ فَأَمَرَ اللَّهُ الْبَحْرَ فَجَمَعَ مَا فِيهِ وَأَمَرَ الْبَرَّ فَجَمَعَ مَا فِيهِ ثُمَّ قَالَ لَهُ: لِمَ فَعَلْتَ هَذَا؟ قَالَ: مِنْ خَشْيَتِكَ يَا رَبِّ وَأَنْتَ أَعْلَمُ فَغَفَرَ لَهُ
হাদীসের ব্যাখ্যা:
'ধরিতে সক্ষম হন'— লোকটি অজ্ঞ ছিল। আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাহার সঠিক ধারণা ছিল না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল। অজ্ঞ লোকের পক্ষে আল্লাহর গুণের সঠিক ধারণা না হওয়া কুফরী নহে। হুযূর এক বাঁদীকে জিজ্ঞাসা করিয়াছিলেন, আল্লাহ্ কোথায়? সে অঙ্গুলী সংকেতে বলিয়াছিল, আকাশে। ইহাতে হুযূর তাহাকে মুসলমান মনে করেন।
