মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৪৯
২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্ষমা ও তাওবাহ্
২৩৪৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে (কোরআনে) আল্লাহ্ তা'আলার এই মহাবাণী সম্পর্কে বর্ণিত আছে, “সগীরা গোনাহ্ ব্যতীত” – রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্! যদি তুমি ক্ষমা কর, ক্ষমা কর বড় গোনাহ্। কেননা, তোমার কোন্ বান্দা আছে, যে ছোট গোনাহ্ করে নাই ? – তিরমিযী। তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান, সহীহ ও গরীব।
وَعَن ابْن عَبَّاس: فِي قَوْله تَعَالَى: (إِلَّا اللمم)

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِنْ تَغْفِرِ اللَّهُمَّ تَغْفِرْ جَمَّا وَأَيُّ عَبْدٍ لَكَ لَا أَلَمَّا

رَوَاهُ التِّرْمِذِيُّ. وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

পূর্ণ আয়াতটি এইঃ

الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ

(—তাহাদিগকে ক্ষমা করা হইবে—) “যাহারা বড় গোনাহ্ ও অশ্লীল কার্যসমূহ পরিহার করিয়া চলে, ছোট গোনাহ্ ব্যতীত। নিশ্চয়, আপনার প্রভু হইতেছেন প্রশস্ত ক্ষমার অধিকারী।”
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩৪৯ | মুসলিম বাংলা