মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩৪০
২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্ষমা ও তাওবাহ্
২৩৪০। হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সে বাস্তবে পুনঃ পুনঃ অপরাধ করে নাই যে ক্ষমা চাহিয়াছে, যদিও সে দৈনিক সত্তর বার উহা করিয়া থাকে। —তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَصَرَّ مَنِ اسْتَغْفَرَ وَإِنْ عَادَ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

‘ক্ষমা চাহিয়াছে' – অর্থাৎ, ক্ষমা চাহিয়াছে এবং ভবিষ্যতে না করার সংকল্প করিয়াছে, যদিও পরে সে ভুলিয়া গিয়াছে এবং শয়তানের উস্কানিতে উহাতে পতিত হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৩৪০ | মুসলিম বাংলা