মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩৩৪
২. প্রথম অনুচ্ছেদ - ক্ষমা ও তাওবাহ্
২৩৩৪। হযরত জুনদুব (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ এক ব্যক্তি বলিল, আল্লাহর কসম! আল্লাহ্ অমুককে মাফ করিবেন না। তখন আল্লাহ্ তা'আলা বলিলেন, কে আছে যে আমাকে কসম দিতে পারে (বা আমার নামে কসম খাইতে পারে) যে, আমি অমুককে মাফ করিব না। যাও, আমি তাহাকে মাফ করিলাম এবং তোমার আমল নষ্ট করিয়া দিলাম। রাবী বলেন, তিনি এইরূপ অথবা ইহার অনুরূপ বলিয়াছেন। — মুসলিম
وَعَنْ جُنْدُبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَ: أَنَّ رَجُلًا قَالَ: وَاللَّهِ لَا يَغْفِرُ اللَّهُ لِفُلَانٍ وَأَنَّ اللَّهَ تَعَالَى قَالَ: مَنْ ذَا الَّذِي يَتَأَلَّى عَلَيَّ أَنِّي لَا أَغْفِرُ لِفُلَانٍ فَإِنِّي قَدْ غَفَرْتُ لِفُلَانٍ وَأَحْبَطْتُ عَمَلَكَ . أَوْ كَمَا قَالَ. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
'ইহার অনুরূপ বলিয়াছেন' – যেখানে রাবীর সন্দেহ হয়, ইহা হুবহু হাদীসের শব্দ কিনা, সেখানেই এইরূপ বলেন। ইহা হাদীস বর্ণনায় রাবীদের সতর্কতার পরিচায়ক।
