মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৯৪
- যাবতীয় দোয়া-যিক্‌র
১. প্রথম অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২২৯৪। হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ শ্রেষ্ঠ বাক্য হইতেছে চারিটি, সুবহানাল্লাহি, ওয়ালহামদু লিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর- “আল্লাহ্ পবিত্র, আল্লাহর জন্য প্রশংসা, আল্লাহ্ ব্যতীত কোন মা'বুদ নাই ও আল্লাহ্ সর্বাপেক্ষা মহান।" অপর বর্ণনায় রহিয়াছে, আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় বাক্য চারিটি—সুবহানাল্লাহ্, আলহামদু লিল্লাহ্, লা ইলাহা ইল্লাল্লাহ্ ও আল্লাহু আকবর — ইহার যে কোনটি তুমি প্রথমে বল তাহাতে তোমার ক্ষতি হইবে না। —মুসলিম
كتاب الدعوات
بَابُ ثَوَابُ التَّسْبِيْحِ وَالتَّحْمِيْدِ وَالتَّهْلِيْلِ وَالتَّكْبِيْرِ:
الْفَصْلُ الْأَوَّلُ
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَفْضَلُ الْكَلَامِ أَرْبَعٌ: سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ

وَفِي رِوَايَةٍ: أَحَبُّ الْكَلَامِ إِلَى اللَّهِ أَرْبَعٌ: سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ لَا يَضُرُّكَ بِأَيِّهِنَّ بَدَأْتَ . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান