মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৮৪
১. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৮৪। হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) বলেন, কোন বান্দা, এমন কোন আমল করিতে পারে না যাহা তাহাকে আল্লাহর যিকির অপেক্ষা আল্লাহর আযাব হইতে অধিক রক্ষা করিতে পারে। —মালেক, তিরমিযী ও ইবনে মাজাহ্
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: مَا عَمِلَ الْعَبْدُ عَمَلًا أَنْجَى لَهُ مِنْ عَذَابِ اللَّهِ مِنْ ذِكْرِ اللَّهِ. رَوَاهُ مَالِكٌ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২২৮৪ | মুসলিম বাংলা