মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৭৫
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৭৫। বিবি উম্মে হাবীবা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আদম সন্তানের প্রত্যেক কথাই তাহার পক্ষে ক্ষতিকর, কল্যাণকর নহে। সৎকাজের আদেশ, অসৎকাজ হইতে নিষেধ অথবা আল্লাহর যিকির ব্যতীত। —তিরমিযী ও ইবনে মাজাহ। তিরমিযী বলেন, ইহা গরীব হাদীস।
وَعَنْ أُمِّ حَبِيبَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ كَلَامِ ابْنِ آدَمَ عَلَيْهِ لَا لَهُ إِلَّا أَمْرٌ بِمَعْرُوفٍ أَوْ نَهْيٌ عَنْ مُنْكَرٍ أَوْ ذِكْرُ اللَّهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

'ক্ষতিকর'—অর্থাৎ, লাভের কারণ নহে। সুতরাং মোবাহ্ কথায় ক্ষতি না হইলেও উহা লাভের কারণ নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২২৭৫ | মুসলিম বাংলা