মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৭১
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৭১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমরা বেহেশতের বাগানে পৌঁছিবে, উহার ফল খাইবে। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, হুযূর, বেহেশতের বাগান কি। তিনি বলিলেন, যিকিরের হালকা। —তিরমিযী
وَعَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ فَارْتَعُوا» قَالُوا: وَمَا رِيَاضُ الْجِنّ؟ قَالَ: «حلق الذّكر» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
'হালকা'—অর্থ, বৃত্ত। অর্থাৎ, মজলিস। 'ফল খাইবে'—অর্থাৎ, তোমরাও কিছু যিকির করিবে।
