মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৬৯
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৬৯। হযরত আবুদ্দরদা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ আমি কি তোমাদিগকে বলিব না যে, তোমাদের কার্যসমূহের মধ্যে কোটি উত্তম, তোমাদের প্রভুর নিকট অধিক পবিত্র ও তোমাদের মর্যাদা বৃদ্ধি করার ব্যাপারে অধিক কার্যকর, সর্বোপরি তোমাদের পক্ষে সোনা-রূপা দান করা অপেক্ষা শ্রেষ্ঠ এবং এ কথা অপেক্ষাও শ্রেষ্ঠ যে, তোমরা শত্রুর সাক্ষাৎ করিবে এবং তাহাদের গর্দান কাটিবে, আর তাহারা তোমাদের গর্দান কাটিবে (অর্থাৎ, জেহাদ) ? তাঁহারা উত্তর করিলেনঃ হ্যাঁ, বলুন হুযুর! তখন তিনি বলিলেন, আল্লাহর যিকির বা স্মরণ। — মালেক, আহমদ, তিরমিযী ও ইবনে মাজাহ্ । কিন্তু মালেক ইহাকে মউকুফ হাদীস অর্থাৎ, আবুদ্দরদার কথা বলিয়াই মনে করেন।
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ؟ وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ؟ وَخَيْرٍ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذهبِ والوَرِقِ؟ وخيرٍ لكم مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ؟» قَالُوا: بَلَى قَالَ: «ذِكْرُ اللَّهِ» . رَوَاهُ مَالِكٌ وَأَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ إِلَّا أَنَّ مَالِكًا وَقفه على أبي الدَّرْدَاء

হাদীসের ব্যাখ্যা:

সকল আমল বা কাজের মূল হইল অন্তরে আল্লাহর স্মরণ। তাই উহা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২২৬৯ | মুসলিম বাংলা