মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৪৪
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৪৪। হযরত সালমান ফারেসী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের পরওয়ারদেগার লজ্জাশীল ও দাতা; লজ্জাবোধ করেন তাঁহার কোন বান্দা তাঁহার নিকট দুই হাত উঠাইলে উহা খালি ফিরাইয়া দিতে। —তিরমিযী ও আবু দাউদ। আর বায়হাকী— দা'ওয়াতুল কবীরে ।
وَعَن سَلْمَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ رَبَّكُمْ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ يَدَيْهِ إِلَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي الدَّعوات الْكَبِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান