মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৯৮
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব)
২১৯৮। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, একদিন আমি দরিদ্র মুহাজিরদের এক দলে বসিলাম, তখন তাহারা একে অন্যের সাথে লাগিয়া বসিয়াছিল নিজের নগ্নতা ঢাকিবার উদ্দেশ্যে। এসময় একজন পাঠক আমাদের সম্মুখে কোরআন পাঠ করিতেছিল, হঠাৎ রাসূলুল্লাহ্ (ﷺ) আসিয়া পৌঁছিলেন এবং আমাদের সামনে দাঁড়াইয়া গেলেন। যখন রাসূলুল্লাহ্ (ﷺ) দাড়াইলেন, পাঠক চুপ হইয়া গেল। তখন তিনি আমাদের সালাম করিলেন। অতঃপর জিজ্ঞাসা করিলেন, তোমরা কি করিতেছিলে? আমরা বলিলাম, আমরা আল্লাহর কিতাব শুনিতেছিলাম। তখন হুযূর বলিলেনঃ আল্লাহর শোকর যিনি আমার উম্মতের মধ্যে এমন লোক সৃষ্টি করিয়াছেন, যাহাদের সাথে আমার নিজেকে শামিল রাখার জন্য আমি আদিষ্ট হইয়াছি। আবু সায়ীদ বলেন, অতঃপর তিনি আমাদের মধ্যে বসিয়া গেলেন যাহাতে তাঁহার নিজেকে আমাদের সহিত শামিল করিয়া লন। অতঃপর আপন হাতের দ্বারা ইশারা করিলেন, তোমরা বৃত্তাকার হইয়া বস। (রাবী বলেন,) তাহারা বৃত্তাকার হইয়া বসিলেন এবং তাহাদের চেহারা হুযুরের দিকে হইয়া গেল। এ সময় তিনি বলিলেন, সুসংবাদ গ্রহণ কর তোমরা হে গরীব মুহাজির দল,—পূর্ণ নূরের (জ্যোতির) কেয়ামতের দিনে ; তোমরা ধনীদের অর্ধ দিন পূর্বে বেহেশতে প্রবেশ করিবে, আর তাহা হইল পাঁচশত বৎসর। –আবু দাউদ
عَن أبي سعيد الْخُدْرِيّ قَالَ: جَلَست فِي عِصَابَةٍ مِنْ ضُعَفَاءِ الْمُهَاجِرِينَ وَإِنَّ بَعْضَهُمْ لِيَسْتَتِرُ بِبَعْضٍ مِنَ الْعُرْيِ وَقَارِئٌ يَقْرَأُ عَلَيْنَا إِذْ جَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ عَلَيْنَا فَلَمَّا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَكَتَ الْقَارِئُ فَسَلَّمَ ثُمَّ قَالَ: «مَا كُنْتُمْ تَصْنَعُونَ؟» قُلْنَا: كُنَّا نَسْتَمِعُ إِلَى كتاب الله قَالَ فَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ مِنْ أُمَّتِي مَنْ أُمِرْتُ أَنْ أَصْبِرَ نَفْسِي مَعَهُمْ» . قَالَ فَجَلَسَ وَسَطَنَا لِيَعْدِلَ بِنَفْسِهِ فِينَا ثُمَّ قَالَ بِيَدِهِ هَكَذَا فَتَحَلَّقُوا وَبَرَزَتْ وُجُوهُهُمْ لَهُ فَقَالَ: «أَبْشِرُوا يَا مَعْشَرَ صَعَالِيكِ الْمُهَاجِرِينَ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ تَدْخُلُونَ الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَاءِ النَّاسِ بِنصْف يَوْم وَذَاكَ خَمْسمِائَة سنة» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

(ক) কোরআনে রহিয়াছে, “তোমার নিজেকে শামিল রাখ তাহাদের সাথে যাহারা তাহাদের রব্বকে ডাকে সকাল সন্ধ্যায়—চাহে তাহারা তাহার সন্তোষ” (খ) পাঁচশত বৎসর'–কোরআনে আছে, “তোমার পরওয়ারদেগারের নিকট একদিন তোমাদের এক হাজার বছরের সমান।” সুতরাং আধা দিন হইল পাঁচশত বৎসরের সমান। (গ) পাঠকের চুপ করার পর হুযূর (ﷺ) সালাম করিয়াছিলেন। ইহাতে বুঝা গেল যে, কোরআন পাঠের সময় সালাম করা নিষেধ, মকরূহ। সালাম করিলে জবাব দেওয়া ওয়াজিব নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১৯৮ | মুসলিম বাংলা