মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৭১
তৃতীয় অনুচ্ছেদ
২১৭১। হযরত ওসমান ইবনে আফফান (রাঃ) বলেন, যে ব্যক্তি রাতে সূরা আলে ইমরানের শেষের দিক পড়িবে, তাহার জন্য পূর্ণ রাত্রি নামাযে কাটানোর সওয়াব লেখা হইবে।
وَعَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: مَنْ قَرَأَ آخِرَ آلِ عِمْرَانَ فِي لَيْلَة كتب لَهُ قيام لَيْلَة. رَوَاهُ الدَّارمِيّ

হাদীসের ব্যাখ্যা:

আলে ইমরানের শেষের দিক অর্থাৎ, 'ইন্না ফি খালকিস সামাওয়াতি' হইতে শেষ পর্যন্ত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১৭১ | মুসলিম বাংলা