মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৫৭
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৫৭। হযরত মা'কেল (মা'কাল নহে) ইবনে ইয়াসার (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ যে ব্যক্তি সকালে উঠিয়া তিনবার বলিবে—আউযু বিল্লাহিস সামীয়িল আলীমি মিনাশ শায়ত্বানির রাজীম' অতঃপর সূরা হাশরের শেষের তিন আয়াত পড়িবে, আল্লাহ্ তা'আলা তাহার জন্য সত্তর হাযার ফিরিশতা নিযুক্ত করিবেন—যাহারা তাহার জন্য সন্ধ্যা পর্যন্ত দো'আ করিতে থাকিবেন। আর যদি সে এই দিনে মারা যায়, মারা যাইবে শহীদরূপে এবং যে ব্যক্তি উহা সন্ধ্যায় পড়িবে, সেও হইবে অনুরূপ মর্তবার অধিকারী। — তিরমিযী ও দারেমী। কিন্তু তিরমিযী বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ قَالَ حِينَ يُصْبِحُ ثَلَاثَ مَرَّاتٍ: أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ فَقَرَأَ ثَلَاثَ آيَاتٍ مِنْ آخِرِ سُورَةِ (الْحَشْرِ)
وَكَّلَ اللَّهُ بِهِ سَبْعِينَ أَلْفَ مَلَكٍ يُصَلُّونَ عَلَيْهِ حَتَّى يُمْسِيَ وَإِنْ مَاتَ فِي ذَلِكَ الْيَوْمِ مَاتَ شَهِيدًا. وَمَنْ قَالَهَا حِينَ يُمْسِي كَانَ بِتِلْكَ الْمَنْزِلَةِ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ. وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
وَكَّلَ اللَّهُ بِهِ سَبْعِينَ أَلْفَ مَلَكٍ يُصَلُّونَ عَلَيْهِ حَتَّى يُمْسِيَ وَإِنْ مَاتَ فِي ذَلِكَ الْيَوْمِ مَاتَ شَهِيدًا. وَمَنْ قَالَهَا حِينَ يُمْسِي كَانَ بِتِلْكَ الْمَنْزِلَةِ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ. وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
(ক) আঊযুবিল্লাহি …………. অর্থ, “আমি আশ্রয় চাহিতেছি আল্লাহর নিকট যিনি শ্রোতা ও জ্ঞাতা, বিতাড়িত শয়তান হইতে।” (খ) সূরা হাশরের শেষ তিন আয়াত ‘হুওয়াল্লাহুল্লাযী’– হইতে শেষ পর্যন্ত। ২৮ পারা।
