মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৫১
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৫১। হযরত ইরবায ইবনে সারিয়া (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) শয়নের পূর্বে ‘মুসাব্বিহাত' পাঠ করিতেন এবং বলিতেনঃ ঐ আয়াতসমূহের মধ্যে এমন কোন একটি আয়াত রহিয়াছে, যাহা হাযার আয়াত অপেক্ষাও উত্তম। – তিরমিযী ও আবু দাউদ
وَعَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ الْمُسَبِّحَاتِ قَبْلَ أَنْ يَرْقُدَ يَقُولُ: «إِنَّ فِيهِنَّ آيَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ آيَةٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

(ক) মুসাবিহাত' – যাহার শুরুতে সাবাহা, ইয়ুসাব্বেহু অথবা সাব্বেহ্ শব্দ রহিয়াছে। ইহা সূরা হাদীদ, হাশর, ছফ, জুমুআ ও তাগাবুন্—এই পাঁচটি সূরার শুরুতে রহিয়াছে। ২৭, ২৮ পারা। (খ) ঐ আয়াতটিকে ইহাদের মধ্যে শবে কদরের ন্যায় গোপন রাখা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১৫১ | মুসলিম বাংলা