মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৪৯
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৪৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি রাতে ‘সূরা হা-মীম দুখান' পড়ে, সে সকালে উঠে আর তাহার জন্য সত্তর হাযার ফিরিশতা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিতে থাকেন। – তিরমিযী হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, ইহা গরীব। তাছাড়া ইহার রাবী আমর ইবনে আবু খাসআম যয়ীফ। ইমাম বুখারী বলিয়াছেন, আমর একজন মুনকারর রাবী।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَرَأَ (حم)

الدُّخَانِ فِي لَيْلَةٍ أَصْبَحَ يَسْتَغْفِرُ لَهُ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب وَعمر بن أبي خَثْعَمٍ الرَّاوِي يُضَعَّفُ وَقَالَ مُحَمَّدٌ يَعْنِي الْبُخَارِيَّ هُوَ مُنكر الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১৪৯ | মুসলিম বাংলা