মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৪৯
- কুরআনের ফাযাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২১৪৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি রাতে ‘সূরা হা-মীম দুখান' পড়ে, সে সকালে উঠে আর তাহার জন্য সত্তর হাযার ফিরিশতা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিতে থাকেন। – তিরমিযী হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, ইহা গরীব। তাছাড়া ইহার রাবী আমর ইবনে আবু খাসআম যয়ীফ। ইমাম বুখারী বলিয়াছেন, আমর একজন মুনকারর রাবী।
كتاب فضائل القرآن
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَرَأَ (حم)

الدُّخَانِ فِي لَيْلَةٍ أَصْبَحَ يَسْتَغْفِرُ لَهُ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب وَعمر بن أبي خَثْعَمٍ الرَّاوِي يُضَعَّفُ وَقَالَ مُحَمَّدٌ يَعْنِي الْبُخَارِيَّ هُوَ مُنكر الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১৪৯ | মুসলিম বাংলা