মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১১৪
- কুরআনের ফাযাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২১১৪। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন সেই মু'মিনের উপমা–যে কোরআন পড়ে, যেন তুরঞ্জ ফল, যাহার গন্ধ উত্তম এবং স্বাদও উত্তম; আর সেই মুমিনের উপমা–যে কোরআন পড়ে না, যেন খেজুর, যাহার কোন গন্ধ নাই, তবে উহার স্বাদ উত্তম। আর সেই মুনাফেকের উপমা–যে কোরআন পড়ে না, যেন তিতফল, যাহার কোন গন্ধ নাই অথচ উহার স্বাদও কটু এবং সেই মুনাফেকের উপমা–যে কোরআন পড়ে, যেন সেই ফুল, যাহার গন্ধ আছে অথচ উহার স্বাদ কটু। — মোত্তাঃ অপর বর্ণনায় আছে। সেই মু'মিন—যে কোরআন পড়ে এবং উহাকে কার্যকরী করে, তুরঞ্জ ফলের ন্যায়, আর যে মু'মিন কোরআন পড়ে না, কিন্তু উহাকে কার্যকরী করে খেজুর ফলের ন্যায়।
كتاب فضائل القرآن
وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مثل الْمُؤمن الَّذِي يقْرَأ الْقُرْآن كَمثل الْأُتْرُجَّةِ رِيحُهَا طِيبٌ وَطَعْمُهَا طَيِّبٌ وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يقْرَأ الْقُرْآن كَمثل التمرة لَا ريح لَهَا وطعمها حلوومثل الْمُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ لَيْسَ لَهَا رِيحٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يقْرَأ الْقُرْآن مثل الريحانة رِيحهَا طيب وَطَعْمُهَا مَرٌّ» . مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ: «الْمُؤْمِنُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَعْمَلُ بِهِ كَالْأُتْرُجَّةِ وَالْمُؤْمِنُ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ وَيَعْمَلُ بِهِ كَالتَّمْرَةِ»