মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১১১
প্রথম অনুচ্ছেদ
২১১১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ তোমাদের মধ্যে কেহ কি ভালবাসে যে, যখন সে বাড়ী ফিরে উহাতে সে তিনটি হৃষ্টপুষ্ট বড় গর্তিনী উটনী পায়? আমরা বলিলাম, নিশ্চয়। তিনি বলিলেন, তবে জানিবে, তিনটি আয়াত—যাহা তোমাদের কেহ আপন নামাযে পড়ে, উহা তাহার পক্ষে তিনটি হৃষ্টপুষ্ট বড় গর্ভিনী উটনী অপেক্ষা শ্রেয়ঃ। মুসলিম
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُحِبُّ أَحَدُكُمْ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ أَنْ يَجِدَ فِيهِ ثَلَاثَ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ» . قُلْنَا: نَعَمْ. قَالَ «فَثَلَاثُ آيَاتٍ يَقْرَأُ بِهِنَّ أَحَدُكُمْ فِي صلَاته خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثِ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ» . رَوَاهُ مُسلم
