মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৮৬
৮. প্রথম অনুচ্ছেদ - লায়লাতুল কদর
২০৮৬। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত আছে যে, একবার রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের প্রথম দশক এ'তেকাফ করিলেন, অতঃপর মধ্যম দশক করিলেন একটি তুর্কী তাবুতে। এ সময় একবার মাথা বাহির করিয়া বলিলেন: আমি এই রাত্রির তালাশ করিতে যাইয়া প্রথম দশকে এ'তেকাফ করিয়াছি, অতঃপর মধ্যম দশকেও এতেকাফ করিয়াছি অতঃপর স্বপ্নে আমার নিকট কেহ আসিয়া বলিল, ইহা শেষ দশকে। অতএব, যে ব্যক্তি আমার সাথে প্রথমে এ'তেকাফ করিয়াছে, সে যেন শেষ দশকেও এতেকাফ করে। নিশ্চয়ই উহা আমাকে স্বপ্নে দেখান হইয়াছিল কিন্তু পরে উহা আমাকে ভুলাইয়া দেওয়া হইয়াছে। তবে মনে পড়ে আমি ঐ রাত্রির ফজরে নিজেকে পানি আর কাদার মধ্যে সজদা করিতে দেখিয়াছি। অতএব, তোমরা উহা শেষ দশ রাত্রির মধ্যেই তালাশ করিবে এবং বে-জোড় রাত্রিতেই তালাশ করিবে। আবু সায়ীদ বলেন, সেই রাত্রিতেই আকাশ বারি বর্ষণ করিল, মসজিদ তখন ছাপরা ছিল, অতএব, ছাদ হইতে পানি পড়িল। তখন আমার এই দুই চক্ষু রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিল তাহার কপালে পানি ও কাদার দাগ লাগিয়াছে আর তাহা ছিল একুশ তারিখের সকাল। বুখারী ও মুসলিম; কিন্তু উহা শেষ দশ দিনের মধ্যে পর্যন্ত পাঠ মুসলিমের এবং বাকিটা বুখারীর।
بَابُ لَيْلَةِ الْقَدْرِ
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اعْتَكَفَ الْعَشْرَ الْأَوَّلَ مِنْ رَمَضَانَ ثُمَّ اعْتَكَفَ الْعَشْرَ الْأَوْسَطَ فِي قُبَّةٍ تُرْكِيَّةٍ ثُمَّ أَطْلَعَ رَأسه. فَقَالَ: «إِنِّي اعتكفت الْعشْر الأول ألتمس هَذِه اللَّيْلَة ثمَّ اعتكفت الْعَشْرَ الْأَوْسَطَ ثُمَّ أُتِيتُ فَقِيلَ لِي إِنَّهَا فِي الْعشْر الْأَوَاخِر فَمن اعْتَكَفْ مَعِي فَلْيَعْتَكِفِ الْعَشْرَ الْأَوَاخِرَ فَقَدْ أُرِيتُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ أُنْسِيتُهَا وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ مِنْ صَبِيحَتِهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ وَالْتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ» . قَالَ: فَمَطَرَتِ السَّمَاءُ تِلْكَ اللَّيْلَةَ وَكَانَ الْمَسْجِدُ عَلَى عَرِيشٍ فَوَكَفَ الْمَسْجِدُ فَبَصُرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى جَبْهَتِهِ أَثَرُ المَاء والطين وَالْمَاء مِنْ صَبِيحَةِ إِحْدَى وَعِشْرِينَ. مُتَّفَقٌ عَلَيْهِ فِي الْمَعْنَى وَاللَّفْظُ لِمُسْلِمٍ إِلَى قَوْلِهِ: فَقِيلَ لِي: إِنَّهَا فِي الْعشْر الْأَوَاخِر . وَالْبَاقِي للْبُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

অবশ্য সেই বৎসর সেই রাত্রিতেই হইয়াছিল। তবে প্রত্যেক বৎসর যে একই রাত্রিতে হইবে তাহা নহে। অতএব, রমযানের বিশেষ করিয়া শেষ দশ রমযানের প্রত্যেক বে-জোড় রাত্রিতেই, আর হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদের মতে সারা বৎসরই উহা তালাশ করা উচিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান