মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০৮৪
৮. প্রথম অনুচ্ছেদ - লায়লাতুল কদর
২০৮৪। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের কতকজনকে স্বপ্নে দেখান হইল, শবে কদর শেষের সাত রাত্রির মধ্যে। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: আমি দেখিতেছি, তোমাদের সকলের স্বপ্নই একইরূপ —শেষ সাত রাত্রিতে সীমাবদ্ধ। সুতরাং যে উহা অন্বেষণ করে, সে যেন শেষ সাত রাত্রিতে অন্বেষণ করে। মোত্তাঃ
وَعَن ابْن عمر قَالَ: أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي الْمَنَامِ فِي السَّبْعِ الْأَوَاخِرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الْأَوَاخِرِ فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الْأَوَاخِر»
