মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৬৪
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৬৪। হযরত আবু উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন যে আল্লাহর রাস্তায় এক দিন রোযা রাখে, আল্লাহ্ তাহার মধ্যে ও দোযখের মধ্যে একটি পরিখা সৃষ্টি করেন, যাহার (এক পার হইতে অপর পারের) দূরত্ব আসমান ও যমীনের মধ্যকার দূরত্ব সমান হইবে। — তিরমিযী
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ جَعَلَ اللَّهُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ خَنْدَقًا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

'আল্লাহর রাস্তায়' কথাটি ব্যাপক অর্থবোধক। ইহার অর্থ জিহাদ, হজ্জ ও উমরার পথে, তলবুল ইলম—জ্ঞানান্বেষণের পথে অথবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যও হইতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০৬৪ | মুসলিম বাংলা