মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০৫৬
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৫৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সোমবার ও বৃহস্পতিবার বন্দার আমলসমূহ (আল্লাহর দরবারে) পেশ করা হয়। অতএব, আমি চাহি যে, আমার আমল পেশ করা হউক আমার রোযার অবস্থায়। —তিরমিযী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تُعْرَضُ الْأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ» . رَوَاهُ التِّرْمِذِيُّ
হাদীসের ব্যাখ্যা:
(ক) অপর হাদীসে আছে, প্রত্যেক সকাল-সন্ধ্যায় আমল পেশ করা হয়। সম্ভবতঃ প্রত্যহ পেশকার ফেরেশতার নিকট পেশ করা হয় এবং সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহর দরবারে উপস্থিত করা হয় অথবা প্রত্যহ পৃথক পৃথক পেশ করা হয় এবং সোমবার ও বৃহস্পতি -বার একসাথে সর্বমোট পেশ করা হয়। (খ) সোমবার রোযা রাখার ইহা যেমন একটি কারণ তেমন ঐ বারে হুযুরের জন্মের দরুন উহার শোকরিয়া আদায় করাও অপর একটি কারণ। (গ) সম্ভবতঃ হুযূর সোমবারের সাথে রবিবার অথবা মঙ্গলবারকে এবং বৃহস্পতিবারের সাথে শুক্রবারকে মিলাইয়া রাখিতেন। কেননা, তিনি একটি রোযা রাখিতে নিষেধ করিয়াছেন।
