মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০৫০
৬. প্রথম অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৫০। হযরত নুবাইশা হুয়ালী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : আইয়ামে তাশরীক হইল পানাহার ও আল্লাহর যিকিরের দিন। —মুসলিম
وَعَنْ نُبَيْشَةَ الْهُذَلِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَّامُ التَّشْرِيقِ أَيَّامُ أكل وَشرب وَذكر الله» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
কোরবানীর ঈদের পর ১১, ১২ ও ১৩ যিলহজ্জ তারিখে আরবরা কোরবানীর গোশত শুকাইত বলিয়া ইহাকে 'তশরীক বা গোশত শুকানের দিন বলে। ইহাতে রোযা জায়েয নহে।
