মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৪৭
৬. প্রথম অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৪৭। হযরত আবু আইউব আনসারী (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে রমযানের রোযা রাখিয়াছে এবং পরে রাখিয়াছে। শাওয়ালের ছয় দিন, ইহা তাহার পূর্ণ বৎসরের রোযার সমান হইবে। -মুসলিম
وَعَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّال كَانَ كصيام الدَّهْر» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

নেকীর সওয়াব কম পক্ষে দশ দেওয়া হইয়া থাকে। সুতরাং ৩০ রোযায় ৩০০ দিনের এবং ৬ রোযায় ৬০ দিনের মোট ৩৬০ দিনের হইল ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০৪৭ | মুসলিম বাংলা