মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০২২
৪. প্রথম অনুচ্ছেদ - মুসাফিরের সওম
২০২২। হযরত আনাস (রাঃ) বলেন, একবার আমরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। আমাদের মধ্যে কেহ রোযাদার ছিল আর কেহ বে-রোযা। এসময় আমরা এক গরমের দিনে এক মঞ্জিলে অবতরণ করিলাম। তখন রোযাদারগণ পড়িয়া রহিলেন আর বে-রোযাদারগণ উঠিয়া দাঁড়াইলেন, তাহারা তাঁবু খাটাইলেন এবং বাহনদিগকে পানি খাওয়াইলেন। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ আজ বে-রোযাদাররাই সওয়াব লুটিল। — মোত্তাঃ
بَابُ صَوْمِ الْمُسَافِرِ
وَعَنْ أَنَسٍ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ فَمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ فَنَزَلْنَا مَنْزِلًا فِي وم حَارٍّ فَسَقَطَ الصَّوَّامُونَ وَقَامَ الْمُفْطِرُونَ فَضَرَبُوا الْأَبْنِيَةَ وَسَقَوُا الرِّكَابَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَهَبَ الْمُفْطِرُونَ

الْيَوْمَ بِالْأَجْرِ»

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, আত্মকেন্দ্রিক নফল কাজ হইতে সমাজ কেন্দ্রিক নফল কাজই উত্তম। ইসলাম ‘খেদমতে খালক' বা সৃষ্টির সেবার বহু মূল্য দান করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০২২ | মুসলিম বাংলা