মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ১৯৭৩
১. প্রথম অনুচ্ছেদ - নতুন চাঁদ দেখার বর্ণনা
১৯৭৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমাদের কেহ যেন রোযা না রাখে রমযানের এক দিন কি দুই দিন পূর্বে, সেই ব্যক্তি ব্যতীত যে নির্দিষ্ট দিনের রোযা রাখিয়া থাকে, সে ঐ দিনের রোযা রাখিতে পারে। -মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُوم صوما فليصم ذَلِك الْيَوْم»

হাদীসের ব্যাখ্যা:

যথা কোন ব্যক্তি হামেশা শুক্রবার অথবা সোমবারের রোযা রাখিয়া থাকে। রমযানের পূর্ব দিন ঐ বার হইলে সে রোযা রাখিতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৯৭৩ | মুসলিম বাংলা