মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৯৫১
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - স্বামীর সম্পদ থেকে স্ত্রীর সদাক্বাহ্ করা
১৯৫১। হযরত আবু উমামা বাহেলী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, তিনি বিদায় হজ্জের বৎসর তাঁহার ভাষণে বলিয়াছেনঃ স্ত্রী যেন তাহার স্বামীর ঘর হইতে স্বামীর অনুমতি ব্যতীত কিছুই দান না করে। এ সময় তাঁহাকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্! খাদ্যও নহে? হুযূর বলিলেন, খাদ্য তো হইল আমাদের উত্তম সম্পদ। —তিরমিযী
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ عَامَ حُجَّةِ الْوَدَاعِ: «لَا تُنْفِقُ امْرَأَةٌ شَيْئًا مِنْ بَيْتِ زَوْجِهَا إِلَّا بِإِذْنِ زَوْجِهَا» . قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَلَا الطَّعَامَ؟ قَالَ: «ذَلِكَ أفضل أَمْوَالنَا» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
ইহা সে অবস্থার কথা যে অবস্থায় স্বামীর স্পষ্ট সম্মতি, মৌন সম্মতি অথবা দেশপ্ৰথা কোনটাই বিদ্যমান না থাকে।
