মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৯৪৮
৮. প্রথম অনুচ্ছেদ - স্বামীর সম্পদ থেকে স্ত্রীর সদাক্বাহ্ করা
১৯৪৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যখন স্ত্রী দান করে আপন স্বামীর উপার্জন হইতে তাহার অনুমতি ব্যতীত, তাহার সওয়াব হয় স্বামীর অর্ধেক। —মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَنْفَقَتِ الْمَرْأَةُ مِنْ كَسْبِ زَوْجِهَا مِنْ غَيْرِ أَمْرِهِ فَلَهَا نِصْفُ أَجْرِهِ»

হাদীসের ব্যাখ্যা:

স্ত্রী যদি জানে যে, ছোটখাট কোন জিনিস দান করিলে বা গরীব মিসকীনকে খানা খাওয়াইলে স্বামী নারায হইবে না অথবা দেশের প্রথা এইরূপ থাকে, তবে স্ত্রীর সওয়াব অর্ধেক হইবে। আর স্পষ্ট অনুমতি লইয়া করিলে তাহার পূর্ণ সওয়াবই হইবে যদিও সে অনুমতি একদিনই লইয়া রাখে। প্রথম হাদীসে যে পূর্ণ সওয়াবের কথা বলা হইয়াছে তাহা এই অবস্থাতেই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান