মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৯১৫
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯১৫। সাহাবীয়া হযরত বুহায়সা তাঁহার পিতা হইতে বর্ণনা করেন যে, একদা তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! সে কোন্ জিনিস যাহা যাজ্ঞা কারীকে না দেওয়া হালাল নহে? হুযূর (ﷺ) বলিলেনঃ পানি। তিনি আবার জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর নবী! আর কোন্ জিনিস যাহা না দেওয়া হালাল নহে? হুযূর বলিলেন, নমক । অতঃপর তিনি জিজ্ঞাসা করিলেন, ইয়া নাবীয়াল্লাহ্! আর কোন্ জিনিস যাহার দানে নিষেধ করা হালাল নহে? হুযূর বলিলেন, (এভাবে আর কত জিনিসের নাম করিব) যে কোন ভাল কাজ করাই তোমার পক্ষে ভাল। –আবু দাউদ
وَعَنْ بُهَيْسَةَ عَنْ أَبِيهَا قَالَتْ: قَالَ: يَا رَسُول الله مَا لشَيْء الَّذِي لَا يَحِلُّ مَنْعُهُ؟ قَالَ: «الْمَاءُ» . قَالَ: يَا نَبِيَّ اللَّهِ مَا الشَّيْءُ الَّذِي لَا يَحِلُّ مَنْعُهُ؟ قَالَ: «الْمِلْحُ» . قَالَ: يَا نَبِيَّ الله مَا لاشيء الَّذِي لَا يَحِلُّ مَنْعُهُ؟ قَالَ: «أَنْ تَفْعَلَ الْخَيْر خير لَك» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৯১৫ | মুসলিম বাংলা