মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৯০৮
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯০৮। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা দয়াময়ের এবাদত করিবে, (দরিদ্রকে) অন্ন দান করিবে এবং সালামের প্রচলন করিবে, ইহাতে তোমরা স্বচ্ছন্দে বেহেশতে প্রবেশ করিবে। —তিরমিযী ও ইবনে মাজাহ্
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اعْبُدُوا الرَّحْمَنَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَأَفْشُوا السَّلَامَ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلام» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
