মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৯০৬
৬. প্রথম অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯০৬। হযরত আবু বারযা আসলামী (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি বলিলাম, হে আল্লাহর নবী আমাকে এমন একটি বিষয় শিক্ষা দিন যাহা দ্বারা আমি উপকৃত হইতে পারি! হুযূর (ছাঃ) বলিলেনঃ তবে তুমি মুসলমানদের পথ হইতে কষ্টদায়ক জিনিস দূর করিবে। — মুসলিম
بَابُ فَضْلِ الصَّدَقَةِ
وَعَنْ أَبِي بَرْزَةَ قَالَ: قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَنْتَفِعْ بِهِ قَالَ: «اعْزِلِ الْأَذَى عَنْ طَرِيقِ الْمُسْلِمِينَ» . رَوَاهُ مُسْلِمٌ

وَسَنَذْكُرُ حَدِيث عدي ابْن حَاتِمٍ: «اتَّقُوا النَّارَ» فِي بَابِ عَلَامَاتِ النُّبُوَّةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৯০৬ | মুসলিম বাংলা