মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৯৯
৬. প্রথম অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৮৯৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কিন্তু উত্তম দান দুধেল উটনী ও দুধেল ছাগী যাহা দুধ পানের জন্য কাহাকেও ধারে দেওয়া হয়— যাহা সকালে এক ভাণ্ড দুধ দেয় ও বৈকালে এক ভাণ্ড। --মোত্তাঃ
بَابُ فَضْلِ الصَّدَقَةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِعْمَ الصَّدَقَةُ اللِّقْحَةُ الصَّفِيُّ مِنْحَةً وَالشَّاةُ الصَّفِيُّ مِنْحَةً تَغْدُو بِإِنَاءٍ وَتَرُوحُ بِآخَرَ»

হাদীসের ব্যাখ্যা:

দুধের জন্য উট গরু খরিদ করার সামর্থ্য যাহাদের নাই তাহাদিগকে দুধ পানের জন্য উট বা গরু ধার দেওয়ার প্রথা আরবে পূর্বে ছিল। রাসূলুল্লাহ্ (ﷺ) ইহার প্রশংসা করিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান