মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৬৮
৫. প্রথম অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৬৮। হযরত আবু যর গেফারী (রাঃ) বলেন, একদা আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিলাম। তখন তিনি কা'বা ঘরের ছায়ায় সমাসীন। যখন তিনি আমাকে দেখিলেন, বলিলেন: কা'বার খোদার কসম! তাহারাই ক্ষতিগ্রস্ত। আমি বলিলাম, আমার পিতা মাতা আপনার প্রতি কোরবান হউন তাহারা কাহারা? হুযুর (ছাঃ) উত্তর করিলেন যাহাদের ধন বেশী তাহারা; কিন্তু সেই ব্যক্তি যে এইরূপ করে, এইরূপ করে, এইরূপ করে, (অর্থাৎ, দান করে) আপন সম্মুখ দিকে, পিছন দিকে, ডান দিকে ও বাম দিকে আর এইরূপ লোক খুব কমই। —মোত্তাঃ
بَابُ الْإِنْفَاقِ وَكَرَاهِيَةِ الْإِمْسَاكِ
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ فِي ظِلِّ الْكَعْبَةِ فَلَمَّا رَآنِي قَالَ: «هُمُ الْأَخْسَرُونَ وَرَبِّ الْكَعْبَةِ» فَقُلْتُ: فَدَاكَ أَبِي وَأُمِّي مَنْ هُمْ؟ قَالَ: هُمُ الْأَكْثَرُونَ أَمْوَالًا إِلَّا مَنْ قَالَ: هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا مِنْ بَين يَدَيْهِ وَمن خَلفه وعني مينه وَعَن شِمَاله وَقَلِيل مَا هم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮৬৮ | মুসলিম বাংলা