মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৫৮
৪. তৃতীয় অনুচ্ছেদ - যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল
১৮৫৮। হযরত আবু যর গেফারী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে ডাকাইয়া এই অঙ্গীকার করাইলেনঃ তুমি মানুষের নিকট সওয়াল করিবে না। এমন কি তিনি ইহাও বলিলেন যে, তোমার চাবুক সম্পর্কেও নহে, যদি উহা পড়িয়া যায়, যাবৎ না তুমি নিজে (বাহন হইতে) অবতরণ করিয়া উহা উঠাইয়া লও! – আহমদ
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: دَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَشْتَرِطُ عَلَيَّ: «أَنْ لَا تَسْأَلَ النَّاسَ شَيْئًا» قُلْتُ: نَعَمْ. قَالَ: «وَلَا سَوْطَكَ إِنْ سَقَطَ مِنْكَ حَتَّى تنزل إِلَيْهِ فتأخذه» . رَوَاهُ أَحْمَدُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮৫৮ | মুসলিম বাংলা