মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮৩৩
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - যাকাত যাদের জন্য হালাল নয়
১৮৩৩। তাবেয়ী আতা ইবনে ইয়াসার মুরসালরূপে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যাকাত হালাল নহে অবস্থাপন্ন ব্যক্তির জন্য, পাঁচ ব্যক্তি ব্যতীতঃ আল্লাহ্র রাস্তায় জেহাদকারী গাযী, যাকাত উসূলের কর্মচারী, সাময়িক ঋণগ্রস্ত ব্যক্তি অথবা যে ব্যক্তি আপন মালের দ্বারা যাকাতের জিনিস খরিদ করিয়াছে অথবা সেই ব্যক্তি যাহার কোন গরীব প্রতিবেশী আছে এবং তাহাকে কেহ যাকাত দিয়াছে আর সে উহা তাহাকে হাদিয়ারূপে দিয়াছে। —মালেক ও আবু দাউদ।
وَعَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ مُرْسَلًا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلَّا لِخَمْسَةٍ: لِغَازٍ فِي سَبِيلِ اللَّهِ أَوْ لِعَامِلٍ عَلَيْهَا أَوْ لِغَارِمٍ أَوْ لِرَجُلٍ اشْتَرَاهَا بِمَالِهِ أَوْ لِرَجُلٍ كَانَ لَهُ جَارٌ مِسْكِينٌ فَتَصَدَّقَ عَلَى الْمِسْكِينِ فَأَهْدَى الْمِسْكِين للغني . رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
যাকাত বিভাগের কর্মচারী অবস্থাপন্ন হইলেও সে ঐ তহবীল হইতে আপন পারিশ্রমিক গ্রহণ করিতে পারে। ইহা তাহার জন্য আসলে যাকাত নহে। এইরূপে যে ব্যক্তি নিজের মালের দ্বারা উহা খরিদ করিয়াছে তাহার জন্যও আসলে উহা যাকাত নহে— যদিও বাহ্য দৃষ্টিতে উহা যাকাতের মাল বলিয়া দেখায় ।
