মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৭৮০
- যাকাতের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
১৭৮০। হযরত আদী ইবনে আমীরাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: তোমাদের মধ্যে আমি যাহাকে কোন কর্মে কর্মচারী নিযুক্ত করি, আর সে আমাদের নিকট হইতে একটি সুচ অথবা তদপেক্ষা ছোট কিছুও গোপন করে, উহা নিশ্চয় আমানতে খেয়ানত হইবে, যাহা লইয়া সে কিয়ামতের দিন হাজির হইবে। —মুসলিম
كتاب الزكاة
اَلْفَصْلُ الْأَوَّلُ
وَعَنْ عَدِيِّ بْنِ عُمَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اسْتَعْمَلْنَاهُ مِنْكُم على عمر فَكَتَمَنَا مِخْيَطًا فَمَا فَوْقَهُ كَانَ غُلُولًا يَأْتِي بِهِ يَوْم الْقِيَامَة» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭৮০ | মুসলিম বাংলা