মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭৬৮
৮. তৃতীয় অনুচ্ছেদ - কবর যিয়ারত
১৭৬৮। তাবেয়ী মুহাম্মাদ ইবনে নো'মান (রঃ) নবী করীম (ﷺ)-এর নাম করিয়া বলেন যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি প্রত্যেক জুমুআবারে আপন মা-বাপের অথবা তাঁহাদের মধ্যে একজনের কবর যিয়ারত করিবে, তাহাকে মাফ করিয়া দেওয়া হইবে এবং মা-বাপের সহিত সদ্ব্যবহারকারী বলিয়া লেখা হইবে। বায়হাকী তাঁহার শোআবুল ঈমানে মুরসালরূপে বর্ণনা করিয়াছেন।
وَعَنْ مُحَمَّدِ بْنِ النُّعْمَانِ يُرْفَعُ الْحَدِيثَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ زَارَ قَبْرَ أَبَوَيْهِ أَوْ أَحَدِهِمَا فِي كُلِّ جُمُعَةٍ غُفِرَ لَهُ وَكُتِبَ بَرًّا» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان مُرْسلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭৬৮ | মুসলিম বাংলা