আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭- নামাযের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৭৪
২৫৬। ক্রুশ চিহ্ন অথবা ছবিযুক্ত কাপড়ে নামায ফাসিদ হবে কিনা এবং এ সম্মন্ধে নিষেধাজ্ঞা
৩৬৭। আবু মা’মার আব্দুল্লাহ ইবনে আমর (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, আয়িশা (রাযিঃ)-এর কাছে একটা বিচিত্র রংের পাতলা পর্দার কাপড় ছিল। তিনি তা ঘরের একদিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন। নবী (ﷺ) বললেনঃ আমার সম্মুখ থেকে এই পর্দা সরিয়ে নাও। কারণ নামায আদায় করার সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে।
