মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭৫৪
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৫৪। হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে কোন মুসলমান পিতা মাতার তিনটি সন্তান মারা যাইবে নিশ্চয় তাহাদিগকে আল্লাহ্ তা'আলা আপন অনুগ্রহ ও রহমতের দ্বারা বেহেশতে পৌঁছাইবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! অথবা দুইটি সন্তান মরিয়া যায় ? হুযূর বলিলেন, অথবা দুইটি সন্তান মরিয়া যায়। অতঃপর তাহারা জিজ্ঞাসা করিলেন, অথবা একটি মরিয়া যায় ? তিনি বলিলেন, অথবা একটি মরিয়া যায়। অতঃপর হুযূর বলিলেন, খোদার কসম, একটি মৃত-প্রসবিত সন্তানও তাহার মাকে আপন নাভী-লতা দ্বারা বেহেশতের দিকে টানিয়া লইয়া যাইবে—যদি সে (সবর করে এবং) সওয়াবের আশা রাখে। – আহমদ; কিন্তু ইবনে মাজাহ্ খোদার কসম হইতে শেষ পর্যন্ত।
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُسْلِمَيْنِ يُتَوَفَّى لَهُمَا ثَلَاثَةٌ إِلَّا أَدْخَلَهُمَا اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمَا» . فَقَالُوا: يَا رَسُولَ الله أَو اثْنَان؟ قَالَ: «أواثنان» . قَالُوا: أَوْ وَاحِدٌ؟ قَالَ: «أَوْ وَاحِدٌ» . ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ السِّقْطَ لَيَجُرُّ أُمَّهُ بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ إِذَا احْتَسَبَتْهُ» . رَوَاهُ أَحْمَدُ وَرَوَى ابْنُ مَاجَهْ مِنْ قَوْلِهِ: «وَالَّذِي نَفسِي بِيَدِهِ»
